হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ৬ষ্ঠ অধ্যায় হিসাববিজ্ঞানের নীতিমালা  থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৬ষ্ঠ অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

2 / 30

কোনটি কন্ট্রা সম্পত্তি?

3 / 30

অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
i. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
ii. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
iiii. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

4 / 30

অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iiiনিচের কোনটি সঠিক?

5 / 30

কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

6 / 30

৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

7 / 30

প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

8 / 30

সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

9 / 30

অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
i. সম্ভাব্য ক্ষতি
ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

10 / 30

নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

11 / 30

অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

12 / 30

অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

13 / 30

প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

14 / 30

প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

15 / 30

প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

16 / 30

প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

17 / 30

জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

18 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

19 / 30

প্রাপ্য আয় সমন্বয় করা হলে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক

20 / 30

 কুঋণ প্রভিশন কী?

21 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

22 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

23 / 30

প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

24 / 30

সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

25 / 30

০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

26 / 30

অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
i সম্পদ হ্রাস পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

27 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

28 / 30

প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-
i. দালালের মাধ্যমে
ii. দেনাদারের মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

29 / 30

অনাদায়ি পাওনা আদায় হলে-
i. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
ii. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
iii. নগদান হিসাব ডেবিট করতে হবে

নিচের কোনটি সঠিক?

30 / 30

প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
i. ধারে পণ্য বিক্রয়ের ফলে
ii. ধারে সেবা প্রদানের ফলে
iii. অর্থ ধার দেওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

ক. মাসের শুরুতে   

খ. মাসের শেষে

গ. মেয়াদান্তে নোটের সাথে ✓

ঘ. নোট ভাঙানোর সময়

২। কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

ক. প্রাপক

খ. প্রস্তুতকারী✓

গ. বাট্টাকারী প্রতিষ্ঠান

ঘ. নোটারি পাবলিক

৩। প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

ক. খতিয়ান পোস্টিং পরে

খ. রেওয়ামিল তৈরির পূর্বে

গ. রেওয়ামিল তৈরির পরে

ঘ. আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে✓

৪। সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

ক. ২ ✓

খ. ৩   

গ. ৪  

ঘ. ৫

৫। কুঋণ প্রভিশন কী?

ক. আয়

খ. ব্যয়  

গ. ভবিষ্যৎ ব্যবস্থা✓   

ঘ. দায়

৬। নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

ক. ১৫,৫২৬✓

খ. ২৫,৫২৬

গ. ৩৫,৫২৬ 

ঘ. ৪৫,৫২৬

৭। সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

ক. ১০ থেকে ২০ দিন✓  

খ. ২০ থেকে ৪০ দিন

গ. ৩০ থেকে ৬০ দিন

ঘ. ৪০ থেকে ৮০ দিন

৮। প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

ক. প্রাপক✓

খ. প্রস্তুতকারী

গ. নোটারী পাবলিক

ঘ. অনুমোদনকারী

৯। অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

ক. অনাদায়ী পাওনা হিসেব-ডেবিট

খ. আয় বিবরণী-ক্রেডিট✓

গ. বিবিধ দেনাদার হিসাব-ক্রেডিট

ঘ. অনাদায়ী দেনা সঞ্চিতি-ক্রেডিট

১০। প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

ক. ২,০০০ টাকা

খ. ২,৪০০ টাকা

গ. ২,৮০০ টাকা✓

ঘ. ৩,০০০ টাকা

১১। কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

ক. ২,০০০ টাকা

খ. ৪,০০০ টাকা✓

গ. ৬,০০০ টাকা 

ঘ. ৮,০০০ টাকা

১২। অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

ক. নিট আয় হ্রাস পায়✓

খ. নিট আয় বৃদ্ধি পায়

গ. মোট আয় বৃদ্ধি পায়

ঘ. মোট আয় হ্রাস পায়

১৩। প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

ক. ধারে বিক্রয় বৃদ্ধির জন্য

খ. দ্রুত টাকা পরিশোধে উৎসাহিত করার জন্য✓

গ. প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য

ঘ. প্রাপ্য হিসাবের স্বার্থ রক্ষার জন্য

১৪। প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

ক. প্রাপক✓ 

খ. প্রস্তুতকরাী

গ. নোটারি পাবলিক 

ঘ. ব্যাংক

১৫। ০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

ক. ১০,০০০ টাকা

খ. ৩৫,০০০ টাকা

গ. ৪০,০০০ টাকা

ঘ. ৪৫,০০০ টাকা✓

১৭। ৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

ক. ১,০০০ টাকা

খ. ২৭,০০০ টাকা

গ. ২৯,০০০ টাকা✓

ঘ. ৩১,০০০ টাকা

১৮। অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

ক. মুনাফা বণ্টন

খ. বিপরীত সম্পত্তি✓

গ. একটি ক্ষতি

ঘ. একটি লাভ

১৯। প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

ক. ২,০০০ টাকা

খ. ২,৪০০ টাকা✓

গ. ২,৮০০ টাকা

ঘ. ৩,০০০ টাকা

২০। জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

ক. ১০%

খ. ৭.৫%

গ. ৮%

ঘ. ৫%✓

২১।  প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

ক. কু-ঋণ খরচ✓

খ. স্বাভাবিক খরচ

গ. অস্বাভাবিক খরচ

ঘ. অনাদায়ী পাওনা সঞ্চিতি

২২। প্রাপ্য আয় সমন্বয় করা হলে-

i. আয় বৃদ্ধি পায়

ii. ব্যয় বৃদ্ধি পায়

iii. সম্পদ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৩। ধারে পণ্য ক্রয়ের ফলে সৃষ্টি হয়-

i. ব্যবসায়িক ঋণ

ii. পুস্তক ঋণ

iii. প্রদেয় হিসাব

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii(খ) i ও iii✓

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৪। অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-

i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে

ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে

iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৫। প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-

i. দালালের মাধ্যমে

ii. দেনাদারের মাধ্যমে

iii. ব্যাংকের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৬। অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো-

i. সম্ভাব্য ক্ষতি

ii. ভবিষ্যৎ ব্যবস্থা

iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii(খ) i ও iii

(গ) ii ও iii✓   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।

তন্ময় ট্রেডার্স ২০১৫ সালের ১০ জানুয়ারি তারিখে মাসুদ ব্রাদার্সের কাছ থেকে ১৫% সুদে ৯০ দিন মেয়াদি ৩০,০০০ টাকা মূল্যের একটি প্রাপ্য নোট পাওয়া গেল। প্রাপ্য নোটটি ২০ জানুয়ারি তারিঝেখ ১৮% হারে বাট্টায় ভাঙানো হয়েছে।

২৭। প্রাপ্য সুদের পরিমাণ কত?

ক. ১,২৪৬ টাকা

খ. ১,১২৫ টাকা✓

গ. ১,০০০ টাকা

ঘ. ১২০ টাকা

২৮। নোট বাট্টা করলে এবং সুদ খরচ সমন্বয় করলে যেসব হিসাব ডেবিট হয়-

i. প্রাপ্য নোট

ii. নগদ

iii. সুদ খরচ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।

কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ৭,৫০০ টাকা। বছরে অবলোপনকৃত অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা। বিবিধ দেনাদারের পরিমাণ ১,০০,০০০ টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো ১,৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।

২৯। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত?

ক. ১১,৫০০ টাকা 

খ. ৯,০০০ টাকা✓

গ. ৩,৫০০ টাকা 

ঘ. ১,৫০০ টাকা

৩০। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,৫০০ টাকা হ্রাস করা হলে আর্থিক বিবরণীতে-এর প্রভাব পড়বে-

i. দালালের মাধ্যমে

ii. দেনাদারের মাধ্যমে

iii. ব্যাংকের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও।

মীমী তার ১২,০০০ টাকার ৪ মাস মেয়াদি ১০% নোট ব্যাংক হতে ১ মাস পর ১২% হারে বাট্টা করল।

৩১। এই লেনদেন লিপিবদ্ধকরণে-

i. ব্যাংক হিসাব ডেবিট

ii. বাট্টা হিসাব ডেবিট

iii. প্রাপ্য নোট হিসাব ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

৩২। মেয়াদ শেষে সুদ বাবদ আয় কত টাকা?

ক. ৪০০ টাকা✓

খ. ২৭২ টাকা

গ. ২৪০ টাকা  

ঘ. ১২৮ টাকা

সৃজনশীল প্রশ্ন-উত্তর

সৃজনশীল প্রশ্ন-উত্তর

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৬ | সৃজনশীল প্রশ্ন: ০১

নিম্নে বর্ণিত তথ্যাবলি রুমা এন্টারপ্রাইজ-এর হিসাব বই হতে নেওয়া হয়েছে: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

 ৩১ ডিসেম্বর ২০১৬৩১ ডিসেম্বর ২০১৭
অনাদায়ী পাওনা সঞ্চিতি (১৬)লিখিত অনাদায়ী পাওনাঅলিখিত অনাদায়ী পাওনাঅনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবেপ্রাপ্য হিসাব১২,০০০ টাকা,০০০ টাকা১০,৫০০ টাকা½%,২৬,৫০০ টাকা,৪০০ টাকা%,৫৫,৪০০ টাকা

ক) অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় কর।

খ) অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।

গ) অনাদায়ী পাওনা হিসাব তৈরি কর।

উত্তর: ক) অনাদায়ী পাওনা খরচ (২০১৬) ৯,৯০০ টাকা এবং (২০১৫) ৭,৫০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৬ | সৃজনশীল প্রশ্ন: ০২

নিম্নলিখিত তথ্যাদি সালদা ট্রোডার্স এর হিসাব বই হতে সংগৃহীত হয়েছে: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

 টাকা
অনাদায়ী পাওনা সঞ্চিতি (০১-০১-২০১৭)অবলোপনকৃত অনাদায়ী পাওনাপ্রাপ্য হিসাব (৩১-১২-২০১৭)অলিখিত অনাদায়ী পাওনাপ্রাপ্য হিসাবের ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে৮,০০০৫,০০০৭৫,০০০৪,০০০

ক) নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় কর।

খ) প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)

গ) অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।

উত্তর: ক) অনাদায়ী পাওনা সঞ্চিতি ৭,১০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৬ | সৃজনশীল প্রশ্ন: ০৩

২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে রিপন কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া গেল; [ঢা.বো. ২০১৭]

প্রাপ্য হিসাব ৪,৮০,০০০ টাকা।

অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪০,০০০ টাকা।

২০১৬ সালের প্রাপ্য হিসাব সম্পর্কিত লেনদেনসমূহ ছিল নিম্নরূপ;

ধারে পণ্য বিক্রয় ১,৬০,০০০ টাকা।

অনাদায়ী পাওনা বাবদ অবলোপন করতে হবে ২০,০০০ টাকা।

বছর শেষে অনাদায়ী সঞ্চিতি রাখতে হবে ৪০,০০০ টাকা।

করণীয়ঃ- (ক) চলতি বছরের অনদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় কর।

(খ) উপযুক্ত লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)

(গ) প্রাপ্য হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান তৈরি কর।

উত্তর: (ক) অনাদায়ী পাওনা খরচের পরিমাণ ২০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ২,২০,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৬ | সৃজনশীল প্রশ্ন: ০৪

২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে বেলাল এন্টারপ্রাইজের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা। ৩০ জুন তারিখে হিসাবভুক্ত অনাদায়ি পাওনার পরিমাণ ৩,০০০ টাকা। উক্ত বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৮,০০০ টাকা, ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল ৯০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করে। [রা.বো. ২০১৭]

করণীয়ঃ- (ক) অলিখিত অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় কর।  

(খ) উপরোক্ত লেনদেন গুলির জাবেদা দাও।

(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ও আনাদায়ী দেনা হিসাব তৈরি কর।

উত্তর: (ক) অলিখিত অনাদায়ী পাওনা ৫,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১৮,৫০০ টাকা; (গ) অনাদায়ী পাওনা সঞ্চিতির জের ৪,২৫০ টাকা (ক্রেডিট)

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৬ | সৃজনশীল প্রশ্ন: ০৫

২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ব্রাইট লিমিটেডের অনাদায়ী পাওনার পরিমাণ হয়েছিল ৮০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখের এই প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত দাঁড়ায় ৬০,০০০ টাকা। সংশ্লি¬ষ্ট বছরে প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। [চ.বো. ২০১৭]

করণীয়ঃ- (ক) অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় কর।    

(খ) উল্লি¬খিত তথ্যের সংশ্লি¬ষ্ট খাতের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।

(গ) ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণীতে উপস্থাপন ও ঐ তারিখের আর্থিক বিবরণীতে উপস্থাপন দেখাও।

উত্তর: (ক) অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৮,৪০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top