হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ৭ম অধ্যায় কার্যপত্র   থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৭ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
i সম্পদ হ্রাস পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

2 / 30

জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

3 / 30

অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
i. সম্ভাব্য ক্ষতি
ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

4 / 30

 কুঋণ প্রভিশন কী?

5 / 30

সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

6 / 30

০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

7 / 30

প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

8 / 30

প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

9 / 30

কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

10 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

11 / 30

নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

12 / 30

অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

13 / 30

প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
i. ধারে পণ্য বিক্রয়ের ফলে
ii. ধারে সেবা প্রদানের ফলে
iii. অর্থ ধার দেওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

14 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

15 / 30

অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

16 / 30

অনাদায়ি পাওনা আদায় হলে-
i. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
ii. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
iii. নগদান হিসাব ডেবিট করতে হবে

নিচের কোনটি সঠিক?

17 / 30

প্রাপ্য আয় সমন্বয় করা হলে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক

18 / 30

৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

19 / 30

প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

20 / 30

প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

21 / 30

প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-
i. দালালের মাধ্যমে
ii. দেনাদারের মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

22 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

23 / 30

প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

24 / 30

প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

25 / 30

কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

26 / 30

সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

27 / 30

অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iiiনিচের কোনটি সঠিক?

28 / 30

কোনটি কন্ট্রা সম্পত্তি?

29 / 30

অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
i. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
ii. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
iiii. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

30 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-০৭: কার্যপত্র 

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 

১। অগ্রিম ব্যয় সমন্বয় করলে কী হয়?

ক. দায় হ্রাস ও আয় বৃদ্ধি

খ. আয় ও সম্পত্তি হ্রাস

গ. সম্পত্তি ও আয় বৃদ্ধি

ঘ. ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস✓

২। কোন হিসাবগুলোর বিপরীত দাখিলা দেয়া হয়?

ক. আয় ও ব্যয়

খ. অগ্রিম আয় খরচ

গ. সম্পদ ও দায়

ঘ. বকেয়া ও অগ্রিম আয় খরচ✓

৩। কার্যপত্র হিসাব চক্রের কয়টি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করে?

ক. ৩   

খ. ৪✓   

গ. ৫   

ঘ. ৬

৪। কার্যপত্র তৈরির প্রধান উদ্দেশ্য কী?

ক. সমন্বয়গুলোকে নির্র্ভূলভাবে লিপিবদ্ধ করা

খ. রেওয়ামিলের শুদ্ধতা যাচাই করা

গ. সঠিকভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করা✓

ঘ. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা

৫। অনিঃশেষিত ব্যয় কী?

ক. সম্পদ✓ 

খ. ব্যয়  

গ. দায়   

ঘ. মালিকানা স্বত্ব

৬। অগ্রিম ও বকেয়াসমূহ লিপিবদ্ধ করতে নিচের কোন দাখিলা দেওয়া হয়?

ক. বিপরীত দাখিলা    

খ. সমাপনী দাখিলা

গ. সমন্বয় দাখিলা✓    

ঘ. প্রারম্ভিক দাখিলা

৭। ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?

ক. অর্জিত সেবা আয়      

খ. প্রাপ্ত সেবা আয়

গ. অনুপার্জিত সেবা আয়✓   

ঘ. প্রাপ্য হিসাব

৮। বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় ৩,২০,০০০ টাকা কী জাতীয় খরচ?

ক. মূলধন জাতীয় ব্যয়

খ. মুনাফা জাতীয় ব্যয়✓

গ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

ঘ. মূলধনজনিত ব্যয়

৯। চুড়ান্ত হিসাব প্রস্তুত করার পর ভূল ধরা পড়লে নামিক হিসাবের পরিবর্তে কোন হিসাব লেখা হয়?

ক. সমন্বিত আয় বিবরণী✓

খ. অনিশ্চিত হিসাব

গ. ব্যক্তিবাচক হিসাব

ঘ. আর্থিক সমাপনী হিসাব

১০। হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক?

ক. জাবেদা    

খ. খতিয়ান

গ. রেওয়ামিল    

ঘ. কার্যপত্র✓

১১। বকেয়া খরচ সমন্বয় না করলে হিসাব বহিতে কী প্রভাব পড়ে?

ক. মুনাফা বেশি হবে✓

খ. মুনাফা কম হবে

গ. ব্যয় বেশি হবে

ঘ. মুনাফা অপরিবর্তিত থাকবে

১২। হিসাবচক্রের কোন ধাপের কাজ পরবর্তী হিসাবকালের প্রথম দিনে সম্পন্ন হয়?

ক. সমাপনী দাখিলা   

খ. সাধারণ দাখিলা

গ. সমন্বয় দাখিলা   

ঘ. বিপরীত দাখিলা✓

১৩। নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?

ক. ঋণ গ্রহণ✓  

খ. উপ-ভাড়া

গ. বিক্রয়    

ঘ. কমিশন প্রাপ্তি

১৪। কার্যপত্রে আয় বিবরণীর ডেবিট ব্যলেন্স কী নির্দেশ করে?

ক. মোট লাভ    

খ. নিট লাভ

গ. মোট ক্ষতি   

ঘ. নিট ক্ষতি✓

১৫। নিট লাভ দ্বারা কী বৃদ্ধি পায়?

ক. আয়   

খ. সম্পত্তি

গ. দায়    

ঘ. স্বতাধিকার✓

১৬। বিনিয়োগের সুদ প্রাপ্তি কী?

ক. মুলধন জাতীয় প্রাপ্তি   

খ. মূলধন জাতীয় আয়

গ. মূলধন জাতীয় প্রাপ্তি✓   

ঘ. মুনাফা জাতীয় আয়

১৭। অনুপার্জিত সেবা আয় ২০,০০০ টাকা, অনুপার্জিত সেবা আয়ের ২/৫ অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায় কত?

ক. ৮,০০০ টাকা   

খ. ১২,০০০ টাকা✓

গ. ১৬,০০০ টাকা  

ঘ. ২০,০০০ টাকা

১৮। ভাড়া প্রদত্ত হয়েছে (১২৫%) ২৫,০০০ টাকা। এখানে ভাড়া খরচ কত টাকা?

ক. ১০,০০০ টাকা   

খ. ১৫,০০০ টাকা

গ. ২০,০০০ টাকা✓   

ঘ. ২৫,০০০ টাকা

১৯। কারবারের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য কোন দাখিলার প্রয়োজন হয়?

ক. প্রারম্ভিক দাখিলা    

খ. সমন্বয় দাখিলা✓

গ. সমাপনী দাখিলা   

ঘ. বিপরীত দাখিলা

২০। ভাড়া ৯,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। ১/৩ অংশ বকেয়া আছে। বকেয়া ভাড়ার পরিমাণ কত?

ক. ৪,৫০০ টাকা✓   

খ. ৩,০০০ টাকা

গ. ৪,০০০ টাকা     

ঘ. ২,২৫০ টাকা

২১। সমাপনী দাখিলার প্রয়োজন-

i. ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য

ii. আয় হিসাবগুলো বন্ধ করার জন্য

iii. উত্তোলন হিসাবগুলো বন্ধ করার জন্য

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

২২। অনুপার্জিত সেবা আয় বৃদ্ধি পেলে কী বৃদ্ধি পায়-

i. দায়

ii. আয়

iii. সম্পদ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৩। অব্যবহৃত সাপ্লাইজ সমন্বয় করা হয়-

i. সাপ্লাইজ থেকে বাদ দিয়ে

ii. সাপ্লাইজ এর সাথে যোগ করে

iii. চলতি সম্পদ হিসেবে প্রদর্শন করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৪। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়-

i. মুনাফা জাতীয় ব্যয়

ii. মূলধন জাতীয় ব্যয়

iii. নিয়মিত ব্যয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৫। অবচয় হিসাবের সমন্বয় জাবেদা করা না হলে কম দেখানো হবে যেটি-

i. নিট মুনাফা

ii. মালিকানা স্বত্ব

iii. মোট ব্যয়

নিচের কোনটি সঠিক?

(ক) i   (খ)  iii✓

(গ) ii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।

মি. মেহেদীর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের কয়েকটি জের দেওয়া হলো অনার্জিত সেবা আয় ২০,০০০ টাকা, সেবা আয় ৩৫,০০০ টাকা, বকেয়া আয় ২৫,০০০ টাকা, অগ্রিম বিমা ৩০,০০০ টাকা।

২৬। অনার্জিত আয়ের ৫,০০০ টাকা এখনো অনার্জিত হলে মোট সেবা আয়ের পরিমাণ কত?

ক. ৪০,০০০ টাকা     

খ. ৫০,০০০ টাকা✓

গ. ৬০,০০০ টাকা    

ঘ. ৭০,০০০ টাকা

২৭। অগ্রিম বিমার ১০,০০০ টাকা অনিঃশেষিত হলে নিট মুনাফার পরিমাণ কত?

ক. ৩০,০০০ টাকা✓   

খ. ৪০,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা     

ঘ. ৬০,০০০ টাকা

►নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।

মিস তাহসিন একটি মটরগাড়ি ৫০,০০০ টাকায় ক্রয় করেছিলেন। বর্তমানে-এর ক্রমযোজিত অবচয়ের উদ্বৃত্ত ২০,০০০ টাকা। তিনি গাড়িটি ৩৬,০০০ টাকায় বিক্রয় করলেন।

২৮। বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কত?

ক. ক্ষতি ১৪,০০০ টাকা

খ. ক্ষতি ৬,০০০ টাকা

গ. লাভ ৬,০০০ টাকা✓

ঘ. লাভ ১৬,০০০ টাকা

২৯। গাড়িটির বিক্রয়জনিত জাবেদায় ক্রেডিট হবে-

i. মোটরগাড়ি হিসাব

ii. ক্রমযোজিত অবচয় হিসাব

iii. মোটরগাড়ি বিক্রয়জনিত লাভ হিসাব

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

নাভানা ট্রেডার্স ২০০৯ সালে ৫,০০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। ২০১১ সালে মেশিনটি ঠিকমত কাজ না করাতে ২০,০০০ টাকা ব্যয় করে মেরামত করেন।

৩০। পুরাতন মেশিন মেরামত ব্যয় ২০,০০০ টাকাকে কী বলে?

ক. মূলধন জাতীয় বিনিয়োগ

খ. মুনাফা জাতীয় ব্যয়✓

গ. বিলম্বিত জাতীয় ব্যয়

ঘ. মূলধন জাতীয় ব্যয়

৩১। পুরানো মেশিন মেরামত ব্যয়ের সাথে আরও ১,০০,০০০ টাকা যোগ করে মেশিনটিকে নতুনরুপ দেওয়া হলো। এক্ষেত্রে-

i. মেশিনটির উৎপাদন বৃদ্ধি পাবে

ii. মেশিনটির আয়ুষ্কাল বৃদ্ধি পাবে

iii. ১,০০,০০০ টাকা মুলধন জাতীয় ব্যয় হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

সৃজনশীল প্রশ্ন-উত্তর 

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০১

তিশা সার্ভিসিং প্রতিষ্ঠানের রেওয়ামিলটি নিম্নরুপ: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
নগদপ্রাপ্য হিসাবঅগ্রিম বিমাদালানকোঠাভাড়াসেবা আয়বেতনমূলধনআসবাবপত্রপ্রদেয় হিসাব২০,০০০২২,০০০১৫,০০০২,০০,০০০৫,০০০ ১৫,০০০ ১,০০,০০০
      ১,০৭,০০০ ২,৫০,০০০ ২০,০০০
 ,৭৭,০০০,৭৭,০০০

সমন্বয়সমূহ:

(১) দালানকোঠার উপর ২½%  অবচয় ধার্য কর।

(২) বেতন বকেয়া আছে ৩,৫০০ টাকা।

(৩) অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে ১০,০০০ টাকা।

(৪) আসবাবপত্রের উপর ৫% অবচয় ধার্য কর।

ক) আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় কর।

খ) সমন্বয়গুলোর সমন্বয় জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ) ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।

উত্তর: (ক) আসবাবপত্রের অবচয় ৫,০০০ টাকা, নিট আসবাবপত্র ৯৫,০০০ টাকা; খ) সমন্বয় জাবেদার যোগফল ২৩,৫০০ টাকা; গ) নিট মুনাফা ৬৩,৫০০ টাকা এবং আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৩,৪৭,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০২

মেসার্স শিমু ট্রেডার্সের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

মেসার্স শিমু ট্রেডার্স

রেওয়ামিল

৩১ ডিসেম্বর ২০১৭

হিসাবের নামডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
মূলধনসেবা আয়আসবাবপত্রনগদঅগ্রিম বিমাভাড়াপুঞ্জিভূত অবচয়- আসবাবপত্র  ১,৪০,০০০২,৫০,০০০৩৬,০০০৪০,০০০১,৫০,০০০৩,০০,০০০    ১৬,০০০
,৬৬,০০০,৬৬,০০০

সমন্বয়সমূহ:

১. অনুপার্জিত সেবা আয় ১০,০০০ টাকা সেবা আয়ের মধ্যে  অন্তর্ভুক্ত আছে।

২. দুই মাসের ভাড়া বকেয়া রয়েছে।

৩. ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ১ বছরের জন্য অগ্রিম-বীমা প্রদত্ত হয়েছে।

৪. আসবাবপত্রের উপর ১০% হারে অবচয় ধার্য কর।

করণীয়:

ক) ২০১৭ সালের বিমা খরচ এবং ভাড়া খরচ গণনাসহ নির্ণয় কর।

খ) উপরিউক্ত সমন্বয়গুলোর সমন্বয় জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ) ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।

উত্তর: ক) ২০১৭ সালের বিমা খরচ ২৭,০০০ টাকা ও ভাড়া খরচ ৪৮,০০০ টাকা; খ) জাবেদার যোগফল ৫৯,০০০ টাকা; গ) নিট মুনাফা ২,০১,০০০ টাকা এবং আর্থিক অবস্থার অবস্থার বিবরনরি যোগফল ৩,৯৯,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৩

তন্নি ট্রেডার্সের ২০১০৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিম্নরূপ: [ঢা.বো. ২০১৭]

হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
নগদ২৭,০০০ 
প্রাপ্য হিসাব১২,০০০ 
সাপ্লাইজ১৪,০০০ 
বিজ্ঞাপন খরচ২,০০০ 
অগ্রিম বীমা৭,০০০ 
মূলধন ১,৫০,০০০
উত্তোলন৫,০০০ 
সেবা আয় ২৫,০০০
বেতন খরচ১৬,০০০ 
উপযোগ খরচ৪,০০০ 
 ৩,৮৭,০০০৩,৮৭,০০০

অন্যান্য তথ্যাবলিঃ- (১) অগ্রিম বীমার ১,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

(২) হিসাবকাল শেষে ৫,০০০ টাকার সাপ্লাইজ মজুদ আছে।

(৩) যন্ত্রপাতির উপর ৫,০০০ টাকা অবচয় ধরতে হবে।

(৪) প্রদেয় নোটের উপর ৩,০০০ টাকার সুদ বকেয়া রয়েছে।

করণীয়ঃ- (ক) অগ্রিম বীমার পরিমাণ নির্ণয় কর।

(খ) উল্লেখিত তথ্যের ভিত্তিতে একটি কার্যপত্র প্রস্তুত কর। (সমন্বিত রেওয়ামিল পর্যন্ত)

(গ) উল্লেখিত সমন্বয়গুলোর সমন্বয় দাখিলা দাও।

উত্তর: (ক) অগ্রিম বীমার পরিমাণ ৬,০০০ টাকা; (খ) সমন্বয়ের যোগফল ১৮,০০০ টাকা ও সমন্বিত রেওয়ামিলের যোগফল ৩,৯৫,০০০ টাকা; (গ) সমন্বয় জাবেদার যোগফল ১৮,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৪

মুক্ত ট্রেডার্সের ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখের রেওয়ামিল নিম্নরূপ; [রা.বো. ২০১৭]

হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
হাতে নগদ২,৪২০ 
মূলধন ২৩,৫২০
আসবাবপত্র১১,৫০০ 
প্রাপ্য হিসাব২,৪০০ 
প্রদেয় হিসাব ১,১০০
বিক্রয় ২৩,৪০০
ভাড়া২০,৫০০ 
বেতন১১,২০০ 
 ৪৮,০২০৪৮,০২০

অন্যান্য তথ্যাবলিঃ- (১) ধারে বিক্রয় ৫,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি।

(২) বকেয়া বেতন ৪,০০০ টাকা।

করণীয়ঃ- (ক) ১ ও ২ নং সমন্বয়গুলির সমন্বয় জাবেদা দাও।    

(খ) ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।

(গ) সমাপনী জাবেদা দাও।

উত্তর: (ক) সমন্বয় জাবেদার যোগফল ৯,০০০ টাকা; (খ) নিট ক্ষতি ৭,৩০০ টাকা এবং আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২৮,৬২০ টাকা; (গ) জাবেদার যোগফল ৭১,৪০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৫

২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুত বিদ্যাসাগর লিমিটেডের রেওয়ামিল নিম্নরূপ;  [চ.বো. ২০১৭]

হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
বেতন৩০,০০০ 
আসবাবপত্র৪০,০০০ 
মূলধন ৬০,০০০
বিক্রয় ১,৬০,০০০
বিক্রীত পণ্যের ব্যয়৭০,০০০ 
মজুরি৩৫,০০০ 
অগ্রিম বিমা২৫,০০০ 
খুচরা যন্ত্রপাতি২০,০০০ 
 ২,২০,০০০২,২০,০০০

অন্যান্য তথ্যাবলিঃ- (১) বেতন বাবদ বকেয়া রয়েছে ৬,০০০ টাকা।

(২) অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৫,০০০ টাকা।

(৩) আসবাবপত্র ও খুচরা যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।   

করণীয়ঃ- (ক) অগ্রিম বিমার জের নির্ণয় কর। 

(খ) উল্লিখিত সমন্বয় গুলোর সমন্বয় জাবেদা দেখাও।

(গ) ১০ কলামবিশিষ্ট একখানা কার্যপত্র তৈরি কর।

উত্তর: (ক) অগ্রিম বীমার জের ১০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ২৭,০০০ টাকা; (গ) নিট ক্ষতি ২,০০০ টাকা এবং আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৭২,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৭ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top