হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ৮ম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।
এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।
এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৮ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।
Read more:
এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।
পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।
পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।
মডেল টেস্ট-2
এই হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন
বিশেষ দ্রষ্টব্যঃ
তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট ।
এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।
আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-
হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন
অধ্যায়-০৮: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১। সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য না থাকলে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে আয়ুষ্কাল শেষে সম্পত্তির মূল্য শূন্য হয় না?
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতি✓
খ. সরলরৈখিক পদ্ধতি
গ. বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি
ঘ. উৎপাদন পদ্ধতি
২। ‘খনি থেকে কয়লা উত্তোলন’ কোনটির উদাহরণ?
ক. সময়ের বিবরর্তন
খ. প্রত্যক্ষ সম্ভোগ✓
গ. অপ্রচলন
ঘ. ব্যবহারহীনতা
৩। অবচয় নির্ধারণের কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করতে হয় না?
ক. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
খ. উৎপাদন একক পদ্ধতি
গ. সরলরৈখিক পদ্ধতি
ঘ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি✓
৪। ব্যবসায় ব্যবহারের জন্য ৫০,০০০ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। কার্যস্থলে আনার জন্য ২,০০০ টাকা বহন খরচ দেয়া হলো। সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা। যন্ত্রপাতি হিসাবে কত টাকা লেখা হবে?
ক. ৫০,০০০
খ. ৫২,০০০
গ. ৫৫,০০০
ঘ. ৫৭,০০০✓
৫। অবচয় কোন ধরনের প্রক্রিয়া?
ক. ক্রয়মূল্য বন্টন✓
খ. মূল্যায়ন
গ. নগদ জমাকরণ
ঘ. মূল্য বিশ্লেষণ
৬। কখন স্থায়ী সম্পত্তি বাজার মূল্যে বিবেচনা করা যুক্তিযুক্ত?
ক. ক্রয়ের সম
খ. যখন বাজারমূল্য বেশি থাকে
গ. ব্যবসায়ের অবসানের সময়✓
ঘ. অবচয় ধার্যের সময়
৭। স্থির কিস্তির অবচয় হার দ্ধ ২ =?
ক. স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার
গ. দ্বিগুন ক্রমহ্রাসমান অবচয়ের হার✓
ঘ. মাইল হার পদ্ধতি
৮। অবচয়ের বাহ্যিক কারণ কোনটি?
ক. কালের আবর্তন
খ. সময়ের অতিবাহন✓
গ. ব্যবহারিক ক্ষয়-ক্ষতি
ঘ. বাজার দরের স্থায়ী পতন
৯। ৫৪,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত?
ক. ১০%
খ. ২০%✓
গ. ২৫%
ঘ. ৩০%
১০। কোন পদ্ধতিতে সকল আর্থিক বছরে অবচয়ের পরিমাণ সমান থাকে?
ক. ক্রমহ্রাসমান
খ. সরলরৈখিক✓
গ. বর্ষগুণ
ঘ. উৎপাদন পদ্ধতি
১১। মোটরগাড়ি, ট্রাক, বাস ইত্যাদি সম্পর্কে কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়?
ক. যান্ত্রিক ঘন্টা হার
খ. উৎপাদন একক
গ. মাইল হার✓
ঘ. প্রতিস্থাপন ব্যয়
১২। একটি সম্পত্তির মোট ক্রয়মূল্য এবং পুঞ্জিভূত অবচয়ের পার্থক্যকে বলা হয়?
ক. বই মূল্য✓
খ. বাজার মূল্য
গ. প্রকৃত মূল্য
ঘ. অবমূল্যায়ন
১৩। বার্ষিক ১০% হারে ১,২০,০০০ টাকায় একটি মেশিনের এক মাসের অবচয় কত?
ক. ১,২০০ টাকা
খ. ১,০০০ টাকা✓
গ. ৮০০ টাকা
ঘ. ১২০ টাকা
১৪। বছরের শুরুতে কোনো সম্পত্তির মূল্য ১,২০,০০০ টাকা বছরের শেষে পুঞ্জীভূত অবচয় ৭২,০০০ টাকা। কত টাকায় যন্ত্রটি বিক্রয় করলে বিক্রয় জনিত ক্ষতি হবে ৮,০০০ টাকা।
ক. ৭৬,০০০ টাকা
খ. ৬৬,০০০ টাকা
গ. ৪৮,০০০ টাকা
ঘ. ৪০,০০০ টাকা✓
১৫। ৫৪,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। দ্বিগুন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত?
ক. ১০%
খ. ২০%✓
গ. ২৫%
ঘ. ৩০%
১৬। প্রাকৃতিক সম্পদের অবচয় নিণয়ে কোন পদ্ধতি গ্রহণ করা হয়?
ক. স্থির কিস্তি
খ. প্রতিস্থাপন ব্যয়
গ. নিঃশেষকরণ✓
ঘ. পুনঃমূল্যায়ন
১৭। স্থায়ী সম্পদের ব্যয়কে তার আয়ুষ্কালের মধ্যে বণ্টন করে দেয়ার প্রক্রিয়াকে কি বলে?
ক. অবলোপন
খ. অবচয়✓
গ. ভগ্নাবশেষ মূল্য
ঘ. প্রক্রিয়াকালীন ব্যয়
১৮। স্থায়ী সম্পত্তি বিক্রয়ের ফলে ক্ষতি হয়েছে, এ ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক?
ক. বিক্রয় মূল্যের চেয়ে পুস্তক মূল্য কম
খ. পুস্তক মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম✓
গ. পুস্তক মূল্য পুঞ্জীভূত অবচয়ের চেয়ে কম
ঘ. পুঞ্জীভূত অবচয়ের চেয়ে ক্রয় মূল্য কম
১৯। চলতি বছর স্থায়ী সম্পদের অবচয় ১৫,০০০ টাকা কম ধরা হলে- এর প্রভাব কী হবে?
ক. মুনাফা বাড়বে ১৫,০০০ টাকা✓
খ. মুনাফা কমবে ১৫,০০০ টাকা
গ. পুস্তক মূল্য পুঞ্জীভূত অবচয়ের চেয়ে কম
ঘ. পুঞ্জীভূত অবচয়ের চেয়ে ক্রয় মূল্য কম
২০। অবচয়কে হিসাবকালের ব্যয় হিসাবে গন্য করা হয় কোন নীতি অনুসারে?
ক. চলমান প্রতিষ্ঠান ধারণা
খ. আয় স্বীকৃত নীতি
গ. ম্যাচিং নীতি✓
ঘ. পূর্ণ প্রকাশ নীতি
২১। ৮৮,০০০ টাকার একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৮,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত?
ক. ১০%✓
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
২২। অবচয় হলো-
i. নগদ লেনদেন
ii. অনগদ লেনদেন
iii. অদৃশ্য লেনদেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii✓(ঘ) র, ii ও iii
২৩। অনুযায়ী সম্পত্তি ব্যয়ের সাথে জড়িত-
i. অর্জন ব্যয়
ii. নির্মান ব্যয়
iii. পশ্চাৎকালীন ব্যয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) র, ii ও iii✓
►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
০১ জানুয়ারী, ২০১৫ একজন ব্যবসায়ী ৩,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন এবং এটির সংস্থাপন ও পরিবহন বাবদ ব্যয় করেন যথাক্রমে ২০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। এক বছর শেষে মেশিনটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়।
২৪। যদি সরল রৈখিক পদ্ধতিতে ১০% হারে অবচয় ধার্য করা হয়, তাহলে অবচয়ের পরিমাণ কত টাকা?
ক. ৩০,০০০
খ. ৩৫,০০০✓
গ. ৪০,০০০
ঘ. ৫০,০০০
২৫। মেশিনটি বিক্রয়ের ফলে ক্ষতির পরিমাণ কত টাকা?
ক. ৩০,০০০
খ. ৩৫,০০০✓
গ. ৬৫,০০০
ঘ. ১,০০,০০০
►নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও।
একটি মেশিন ৫০,০০০ টাকা দিয়ে ক্রয় করা হয় এবং এর জন্য পরিবহন ভাড়া প্রদান করা হয় ১০,০০০ টাকা, সংস্থাপন মজুরি প্রদান করা হয় ৫০,০০০ টাকা।মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৩,০০০ টাকা।
২৬। উদ্দীপকের আলোকে অবচয়যোগ্য মূল্যের পরিমাণ কত?
ক. ৫০,০০০ টাকা
খ. ৬২,০০০ টাকা✓
গ. ৬৫,০০০ টাকা
ঘ. ৬৮,০০০ টাকা
২৭। উদ্দীপকের আলোকে-
i. দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার ৪০%
ii. সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার ২০%
iii. মেশিনের প্রারম্ভিক নিট মূল্য ৬২,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
মেরিন ট্রেডার্স ২০১২ সালের ১ জুলাই তারিখে ৭৫,০০০ টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেন। এর সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা নগদে প্রদান করেন।যন্ত্রটির আনুমানিক জীবন কাল ৫ বছর। ৫ বছর শেষে ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা ধরা হয়।
২৮। দ্বিতীয় বছরে যন্ত্রটির অবচয়ের পরিমাণ কত টাকা?
ক. ৬,০০০
খ. ১০,০০০
গ. ১২,০০০✓
ঘ. ১৬,০০০
২৯। ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হলে-এর প্রভাব-
i. অবচয়ের পরিমাণ কমবে
ii. অবচয়ের পরিমাণ বাড়বে
iii. মালিকানা স্বত্ব পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন-উত্তর
অধ্যায়-০৮: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
সৃজনশীল প্রশ্ন-উত্তর
হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০১
প্রিয়ন্তি রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ জানুয়ারি ২০১৭ সালে ৬,৩৫,০০০ টাকায় ১ টি যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতিটির বহন খরচ প্রদান করে ২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ৮ বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতিটির ভগ্নাবশেষ মূল্য হবে ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর।
করণীয়:
ক) অবচয়ের হার এবং ১ম বছরের অবচয় নির্ণয় কর।
খ) অবচয় খরচ হিসাব তৈরি কর।
গ) যন্ত্রপাতি হিসাব তৈরি কর।
উত্তর : ক) অবচয়ের হার ২৫%, ১ম বছরের অবচয় ১,৬৩,৭৫০ টাকা।
হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন| সৃজনশীল প্রশ্ন: ০২
শান্ত এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন খরচ ১০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির অনুমতি আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহীত হয়। [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]
ক) ২০১৭ সালের অবচয় গণনাসহ নির্ণয় কর।
খ) প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (২০১৭ সাল)
গ) ১ম দুই বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।
উত্তর: ক) ২০১৭ সালের অবচয়ের পরিমাণ ৪৯,০০০ টাকা।
হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৩
২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে রহিম লিঃ ২,৮০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ২০১৬ সালের ১ অক্টোবর তারিখে মেশিনটি ১,৬০,০০০ টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাববর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। [ঢা.বো. ২০১৭]
করণীয়ঃ- (ক) মেশিন বিক্রয়ের লাভ/ক্ষতি নির্ণয় কর।
(খ) ২০১৬ সালের অবচয় সংক্রান্ত লেনদেনের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
(গ) ২০১৪ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত সময়ের অবচয় হিসাব প্রস্তুত কর।
উত্তর: (ক) মেশিন বিক্রয়জনিত লাভ ১৪,০০০ টাকা; (খ) ২০১৬ সালের অবচয় সংক্রান্ত লেনদেনের জাবেদার যোগফল ৮৪,০০০ টাকা।
হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৪
মোহনা ট্রেডার্স ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানী হিসাব বন্ধ করে এবং স্থিরকিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। [রা.বো. ২০১৭]
করণীয়ঃ- (ক) বার্ষিক অবচয় খরচের পরিমাণ নির্ণয় কর।
(খ) ২০১৬ সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাও।
(গ) ২০১৬ ও ২০১৭ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
উত্তর: (ক) বার্ষিক অবচয় খরচের পরিমাণ ১৮,০০০ টাকা; (খ) ২০১৬ সালের অবচয় সংক্রান্ত লেনদেনের জাবেদার যোগফল ৩৬,০০০ টাকা; (গ) ২০১৬ ও ২০১৭ সালের পুঞ্জীভূত অবচয় হিসাবের জের যথাক্রমে ১৮,০০০ টাকা ও ৩৬,০০০ টাকা।
হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৫
জাহিন ট্রেডার্স ২০১৪ সালের ১ জুলাই তারিখে ২,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করে। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ৪,৫০,০০০ টাকায় অতিরিক্ত একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং বসানো খরচ বাবদ ১০,০০০ টাকা ব্যয় করে। মেয়াদ শেষে দ্বিতীয় যন্ত্রপাতিটির প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। উভয় যন্ত্রপাতি প্রত্যাশিত আয়ুষ্কাল পাঁচ বছর প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর তারিখে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। [কু.বো. ২০১৭]
করণীয়ঃ- (ক) ২০১৪ ও ২০১৫ সালের অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) উভয় বছরের জন্য জাবেদা দাখিলা দাও।
(গ) ২০১৫ সালের অবচয় হিসাব ও ক্রমযোজিত হিসাব তৈরি কর।
উত্তর: (ক) ২০১৪ সালের অবচয় ২০,০০০ টাকা এবং ২০১৫ সালের অবচয় ১,২৮,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৯,৫৬,০০০ টাকা; (গ) ক্রমযোজিত অবচয় হিসাবের জের ১,৪৮,০০০ টাকা।
হিসাববিজ্ঞান ১মপত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন