HSC economics 1st paper 4th chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : উৎপাদন ব্যয় ও আয়

HSC economics 1st paper 4th chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : উৎপাদন ব্যয় ও আয়

Read More

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

/25
0 votes, 0 avg
0

HSC Economics 1st paper

HSC Economics 1st paper 2nd Chapter mcq exam

অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ :ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়ের MCQ বিভিন্ন টপিকস সম্পর্কিত প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)

পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট 

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

সমাজে মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে ?

2 / 25

যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে কী বোঝায় ?

3 / 25

দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কী গ্রহণ করি -

4 / 25

Q=-c+dp
প্রদত্ত সমীকরণটি নির্দেশ করে -

5 / 25

 X ও Y দুটি দ্রব্য , Pxও  Py দুটির দ্রব্যের দাম । চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র নিচের কোনটি সঠিক ?

6 / 25

 নিচের কোন দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক -

7 / 25

Q=-c+dp
উদ্দীপক থেকে অঙ্কিত রেখাটি -

8 / 25

কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ ক্রয় করলে মোট দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ পাওয়া যায় . তাকে বলে -

9 / 25

কামালের বাবা বাজার থেকে কিছু আপেল কিনে আনলেন । পলাশ পর পর পাঁচটি লিচু খেয়ে নিম্নরূপ উপযোগ পেল -

 কামালের ক্ষেত্রে -
і. আপেল ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে
іі. আপেল ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে
ііі . মোট উপযোগ যখন সর্বোচ্চ , প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে
নিচের কোনটি সঠিক?

10 / 25

কোনটি ধ্রুবকের বৈশিষ্ট্য নয় ?

11 / 25

চাহিদা বিধিতে দামের সাথে চাহিদার সম্পর্ক কীরূপ ?

12 / 25

কামালের বাবা বাজার থেকে কিছু আপেল কিনে আনলেন । পলাশ পর পর পাঁচটি লিচু খেয়ে নিম্নরূপ উপযোগ পেল -

পাঁচটি আপেল ভোগ করে কামালের প্রাপ্ত মোট উপযোগ কত ?

13 / 25

''উপযোগ হলো কোনো দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে '' - কে বলেছেন ?

14 / 25

অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা কেমন ?

15 / 25

একটি রেখার আকৃতি কীরূপ হবে তা নির্ভর করে -

16 / 25

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য হলো-
 і. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে
 іі. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে
 ііі. প্রন্তিক উপযোগ শূন্য মোট উপযোগ সর্বোচ্চ হয়
নিচের কোনটি সঠিক?

17 / 25

পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী হবে ?

18 / 25

ভোক্তা ও উৎপাদনের আচরণ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-

19 / 25

অর্থনীতি ক্লাসে শিক্ষক বোর্ডে একটি রেখাচিত্র অঙ্কন করে বললেন , এ রেখাটি এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে।
উদ্দীপকে উল্লিখিত রেখাচিত্রটির নাম কী ?

20 / 25

কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় তাকে কী বলে ?

21 / 25

সমাজে ব্যবহ্রত অর্থের মোট পরিমাণকে কী বলা হয় ?

22 / 25

Y=20-4x একটি একখাত সমীকরণ । এখানে  X=4 হলে  Y এর মান কত হবে ?

23 / 25

দুই বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করে -

24 / 25

গাণিতিক পদ্ধতিতে পরিমাপ করলে চাহিদার স্থিতিস্থাপকতা কত হবে ?

25 / 25

অর্থনীতি ক্লাসে শিক্ষক বোর্ডে একটি রেখাচিত্র অঙ্কন করে বললেন , এ রেখাটি এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে।
উল্লিখিত রেখাটির প্রতিটি বিন্দু নির্দেশ করে -
і. সম্পদের পূর্ণব্যবহার ও পূর্ণ নিয়োগ
іі. সম্পদের অপূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ
ііі.এটি উৎপাদন সীমান্ত রেখা হিসেবে বিবেচিত
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 0%

0%

১. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের পণ্য বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট আয় – 

ক. নির্দিষ্ট হারে বাড়ে 

খ. ক্রমবর্ধমান হারে কমে 

গ. ক্রমবর্ধমান হারে বাড়ে 

ঘ. ক্রমহ্রাসমান হারে বাড়ে 

উত্তরঃ ১. ক   

বাজার, চতুর্থ অধ্যায়,

২. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে – 

і. P=AR 

іі. P=MR

ііі. P=AR=MR

নিচের কোনটি সঠিক?

ক. і ও  іі       খ.  і ও  ііі  

গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ২. ঘ  

৩. কোন বাজারে দাম স্থির থাকে ? 

ক. একচেটিয়া 

খ. পূর্ণ প্রতিযোগিতামূলক  

গ. স্থানীয় 

ঘ. ডুয়োপলি  

উত্তরঃ ৩. খ    

৪. বাজার বলতে বোঝায়- 

і. একটি নির্দিষ্ট স্থান

іі. একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া  

ііі.নির্ধারিত দামে দ্রব্য ক্রয়-বিক্রয়

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі     খ.  і ও  ііі   

গ.  іі ও ііі   ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ৪. গ 

৫. আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার ? 

ক. ২ 

খ. ৩ 

গ. ৪ 

ঘ. ৫ 

উত্তরঃ ৫. খ   

৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সত্য ? 

ক. P=AR>MC

খ. P=AR<MC

গ. P=AR=MR

ঘ. P=AR>MR 

উত্তরঃ ৬. গ 

৭. যে বাজারে একজন ক্রেতা কিন্তু অসংখ্য বিক্রেতা থাকে , তাকে কোন বাজার বলে ? 

ক. অলিগোপলি 

খ. মনোপসনি 

গ. মনোপলি 

ঘ. ডুয়োপলি 

উত্তরঃ  ৭. খ  

৮. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভূমি অক্ষের সমান্তরাল রেখা কোনটি ? 

ক. গড় আয় ( AR ) 

খ. মোট আয় ( TR ) 

গ. গড় ব্যয় ( AC ) 

ঘ. প্রান্তিক ব্যয় ( MC )

উত্তরঃ  ৮.  ক 

*. উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ 

X কোম্পানি রুপপুর এলাকাবাসীদের বিদ্যুৎ সরবরাহ করে , এখানে অন্য কোনো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেই ।

ঐ কোম্পানির গড় ব্যয় AC =20 টাকা দাম P=30 এবং ভারসাম্য বিক্রয়ের পরিমাণ Q=12 ।

৯. উদ্দীপকের কোম্পানিটি কোন বাজারের অন্তর্ভুক্ত ? 

ক. পূর্ণ প্রতিযোগিতামূলক 

খ. একচেটিয়া 

গ. অলিগোপলি 

ঘ. মনোপসনি 

উত্তরঃ ৯.  খ 

১০. X কোম্পানির – 

 і.  মোট আয় TR=360 

 іі. অস্বাভাবিক মুনাফা অর্জিত হয় 

 ііі. গড় আয় AR প্রান্তিক আয় MR 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі     খ.  і ও  ііі   

গ.  іі ও ііі    ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১০. ঘ

HSC economics 1st paper 4th chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : উৎপাদন ব্যয় ও আয়

১১. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় ভাগে ভাগ করা যায়? 

ক. ৩ 

খ. ৪ 

গ. ২ 

ঘ. ৭ 

উত্তরঃ ১১. গ 

১২. একচেটিয়া বাজারে – 

 і. P=AR 

 іі. AR>MR 

 ііі. AR<MR

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі       খ.  і ও  ііі    

গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১২. ক 

১৩. কোন বাজারে একটি নির্দিষ্ট দাম বজায় থাকে ? 

ক. একচেটিয়া 

খ. অলিগোপলি 

গ. পূর্ণ প্রতিযোগিতা 

ঘ. মনোপলি 

উত্তরঃ ১৩. গ 

১৪. নিচের কোনটি স্থানীয় বাজারের পণ্য ?

ক. চাউল 

খ. তেল 

গ. দুধ 

ঘ. লবণ 

উত্তরঃ ১৪. গ 

১৫. একচেটিয়া বাজারের দাম নির্ধারিত হয় ? 

ক. P=AR

খ. P>AC 

গ. P<AR

ঘ. MR=MC 

উত্তরঃ ১৫.  খ 

HSC economics 1st paper 4th chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : উৎপাদন ব্যয় ও আয়

১৬. বাজার শব্দটি বিশেষ অর্থে ব্যবহ্রত হয় কোন শাস্ত্রে ? 

ক. সমাজবিজ্ঞান 

খ. যুক্তিবিদ্যায়  

গ. অর্থনীতিতে 

ঘ. দর্শনে 

উত্তরঃ ১৬. গ 

বাজার, চতুর্থ অধ্যায়

১৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিক আয়ের সম্পর্ক হলো –

ক. AR+MR

খ. AR>MR 

গ. AR<MR

ঘ. AR=MR 

উত্তরঃ ১৭. ঘ 

১৮. ডুয়োপলি বাজারের বিক্রেতা কতজন থাকে ? 

ক. ২ 

খ. ৩ 

গ. ৪ 

ঘ. অসংখ্য 

উত্তরঃ ১৮. ক 

১৯. কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়?

ক. মনোপলি 

খ. ডুয়োপলি 

গ. অলিগোপলি 

ঘ. মনোপসনি 

উত্তরঃ ১৯. ক 

২০. কোন ধরনের বাজারে ফার্ম ও শিল্প একই বলে বিবেচিত? 

ক. একচেটিয়া 

খ. অলিগোপলি 

গ. পূর্ণ প্রতিযোগিতা 

ঘ. মনোপলি 

উত্তরঃ ২০. ক 

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top